ঈশ্বর না প্রতারকের হাত! গুজরাতে ব্রিজ ভাঙতেই অভিষেকের কটাক্ষ

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রীর কটাক্ষ ফিরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhshek Banerjee)। বুধবার গুজরাতের (Gujarat- Bridge) তাপি জেলার মাইন্ধোলা নদীর উপর ২ কোটি টাকার সেতু ভেঙে পড়ে। কোনও হতাহতের খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত নদীর দু’পাশের বিশাল অংশের অধিবাসীর। এই ঘটনার পরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের ট্যুইট— এবার বলুন ব্রিজ ভাঙার পিছনে ঈশ্বরের হাত না প্রতারকের। বাংলায় পোস্তা ব্রিজ ভাঙার পর প্রধানমন্ত্রী রাজনীতির রং লাগিয়ে একই কথা বলেছিলেন, যা এদিন ট্যুইটে অভিষেক কটাক্ষের সঙ্গে বলেছেন। বুমেরাং বিজেপির। এর আগে গত অক্টোবর মাসে গুজরাতে মোরবিতে সেতু ভেঙে ১৩৫ জনের মৃত্যু হয়। যা আগে কখনও ঘটেনি। ঘটনা পরম্পরা মনে করিয়ে কটাক্ষ অভিষেকের।

আরও পড়ুন- গরমের ছুটি শেষ, আজ থেকে শুরু হচ্ছে স্কুল

Latest article