প্রতিবেদন : বদলে যাচ্ছে ব্রিটিশ আমলের সেই সাবেকি ব্যবস্থা। পুর অধিবেশনে বক্তব্য পেশ করতে নিজেদের আসন ছেড়ে আর পোডিয়ামে উঠে আসতে হবে না মেয়র, মেয়র পারিষদ কিংবা কোনও কাউন্সিলরকে। নিজেদের আসন থেকেই তাঁরা জানাতে পারবেন নিজেদের কথা, দিতে পারবেন প্রশ্নের উত্তর। অংশ নিতে পারবেন বিতর্কেও। এরজন্য কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অধিবেশন কক্ষে প্রতিটি আসনের সামনেই লাগানো হচ্ছে মাইক্রোফোন। পরিকল্পনা চেয়ারপার্সন মালা রায়ের। জানা গিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রেই। এতদিন মাইক্রোফোন থাকত শুধুমাত্র চেয়ারম্যান বা চেয়ারপার্সনের আসনের সামনে। সভা পরিচালনার জন্য। আর থাকত সামনের দু’দিকে দু’টি পোডিয়ামে। সকলকেই বক্তব্য পেশ করতে হত এখানে দাঁড়িয়েই। সেই ব্রিটিশ শাসনকাল থেকেই চলে আসছে একই ব্যবস্থা। স্বাভাবিকভাবেই অত্যন্ত অসুবিধের মধ্যে পড়তে হয় পুরপ্রতিনিধিদের। এই অসুবিধে দূর করতেই এবারে ভাবনাচিন্তা শুরু করেন চেয়ারপার্সন মালা রায়। পরিকল্পনা নেওয়া হয় অধিবেশন কক্ষে ব্রিটিশ আমলের অঙ্গসজ্জায় কিছুটা আধুনিকতার ছোঁয়া আনার। নতুন ব্যবস্থা চালু হলে নিঃসন্দেহে নতুন মাত্রা পাবে পুরসভার অধিবেশনের আলোচনা এবং বিতর্ক।
আরও পড়ুন: স্পিকার নির্বাচনে জয়ী শিন্ডে শিবির, আজ আস্থাভোট মহারাষ্ট্রে