আসুনসিয়ন (প্যারাগুয়ে), ২৮ মার্চ : দুই কিংবদন্তি পেলে এবং দিয়েগো মারাদোনার পর এবার কনমেবলের (লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশন) জাদুঘরে শোভা পাবে লিওনেল মেসির মূর্তিও। সোমবার রাতে প্যারাগুয়েতে এক জমকালো অনুষ্ঠানে কোপা লিবারতাদোরেসের ড্র অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসিও। সেখানেই এই কথা ঘোষণা করেন কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগেজ। শুধু তাই নয়, মেসির হাতে তুলে দেওয়া হয় বিশ্ব ফুটবলের নেতৃত্বের ব্যাটনও।
আরও পড়ুন-৫ হাজার বাড়ি পেল বিদ্যুৎসংযোগ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ১০০ দিন পরও উৎসব চলছে। আর এই উৎসবের কেন্দ্রবিন্দু স্বয়ং মেসি। সম্প্রতি মেসির নামে আর্জেন্টিনার জাতীয় দলের অনুশীলন কেন্দ্রের নামকরণ করা হয়েছে। এবার আরও বড় সম্মান পেলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা-সহ কোপা আমেরিকা ট্রফির রেপ্লিকা এবং ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসিকে। বিশ্বকাপের আগে এই দুটো ট্রফি জিতেছিলেন মেসিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের বাকি সদস্যরাও। তাঁদেরও কনমেবলের তরফ থেকে সম্মানিত করা হয়।
এদিন মেসির হাতে বিশ্ব ফুটবলের ব্যাটন তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট বলেন, ‘‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নেতৃত্ব এবং শাসনভার তোমার হাতে তুলে দেওয়া হল।’’ এমন সম্মান পেয়ে আবেগে ভেসে গিয়েছেন মেসিও। তিনি বলেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল কেরিয়ারে আমি সব কিছুই অর্জন করেছি। আমার সব সতীর্থদেরও ধন্যবাদ, আমাকে বিশ্বকাপ ট্রফিটা উপহার দেওয়ার জন্য। সময় হয়েছিল দক্ষিণ আমেরিকার কোনও দেশের বিশ্বকাপ জেতার।’’
আরও পড়ুন-বিরাটকে প্রথম দেখে অহঙ্কারী মনে হয়েছিল, অকপট ডিভিলিয়ার্স
মেসি আরও বলেন, ‘‘স্বপ্নেও ভাবিনি, কনমেবলের জাদুঘরে পেলে এবং মারাদোনার মতো কিংবদন্তিদের পাশে আমার মূর্তিও স্থান পাবে। এটা বিরাট বড় সম্মান। কনমেবলের তরফ থেকে যে সম্মান আমাকে দেওয়া হল, তাতে আমি আপ্লুত। অসাধারণ একটা সময়ের মধ্য দিয়ে চলেছি। অজস্র মানুষের ভালবাসা পাচ্ছি।’’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…