মুম্বই : ২০২৩-এও তিনি সিএসকের (CSK) জার্সি গায়ে মাঠে নামবেন। শুক্রবার রাজস্থান ম্যাচের আগে স্পষ্ট করে দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
ঠিক কী বলেছেন তিনি? এটাই যে, ‘‘নিশ্চিতভাবে আমি পরের আইপিএলেও খেলব। চেন্নাইয়ের হয়ে না খেললে সেটা অন্যায় হবে। সিএসকে ফ্যানদের সঙ্গেও সেটা ভাল হবে না। তবে ২০২৩ শেষ বছর কি না সেটা দেখতে হবে।”
এর আগে ধোনি বলেছিলেন, ‘‘পরের বছরও আছি। তবে কোন ভূমিকায় সেটা জানতে অপেক্ষা করতে হবে।”
আরও পড়ুন: যে কোনও দলকে হারাতে পারি, বিরাট-ফর্মে উজ্জীবিত আরসিবি কোচ
শুক্রবার কোনও রাখঢাক না করেই ক্যাপ্টেন কুল (CSK- MS Dhoni) জানিয়ে দিলেন, তিনি প্লেয়ার হিসাবেই পরেরবার মাঠে নামবেন। ধোনি আরও বলেছেন, তাঁর মনে হচ্ছে যে পরেরবার আইপিএল দু-তিনটি শহরের মধ্যে আটকে না থেকে সর্বত্র খেলা হবে। তাতে তাঁর সামনে সুযোগ থাকবে সব ভেনুতে গিয়ে দর্শকদের কাছে বিদায় চেয়ে নেওয়ার। ‘‘তবে ২০২৩ আমার শেষ বছর হবে কি না তা এখনই বলতে পারছি না। তবে আগামী বছর আরও শক্তিশালী হয়ে মাঠে নামার জন্য পরিশ্রম করব।” বলেছেন চেন্নাই অধিনায়ক।
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সরে যাওয়ার পর মাঝপথে দলের হাল ধরতে হয়েছে ধোনিকে। তাঁর দল অবশ্য এবার আইপিএল প্লে-অফের বাইরে চলে গিয়েছে। তবে ধোনি দায়িত্ব নেওয়ার পর তাঁর দল কিন্তু কয়েকটি ম্যাচ জিতেছে।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…