প্যারিস, ১২ ফেব্রুয়ারি : হেরেই চলেছে পিএসজি (PSG)। সপ্তাহের শুরুটা হয়েছিল ফ্রেঞ্চ কাপে মার্সেইয়ের কাছে হেরে। শনিবার রাতে ফরাসি লিগে মোনাকোর কাছে ১-৩ গোলে হেরে গেল তারা।
চোটের জন্য লিওনেল মেসি (Lionel Messi) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) ছিলেন না। নেইমার দ্য সিলভা (Neymar da Silva) পুরো ম্যাচ খেললেও, দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি। ড্রেসিংরুমে স্পোর্টিং ডিরেক্টর ক্যাম্পোসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন নেইমার (Neymar da Silva)! ফুটবলারদের আগ্রাসী মানসিকতার অভাব রয়েছে বলেছিলেন তিনি। তখনই নেইমার মেজাজ হারিয়ে প্রতিবাদ করেন।
পাঁচ মিনিটেই এগিয়ে গিয়েছিল মোনাকো। গোল আলেকজান্ডার গোলোভিনের। ১৮ মিনিটে ফের গোল। এবার মোনাকোর গোলদাতা উইসাম বেন ইয়েদের। বিরতির আগেই অবশ্য ১-২ করে দিয়েছিল পিএসজি। মিডফিল্ডার ওয়ারেন জায়ার-এমেরির গোলে। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে মোনাকোর তৃতীয় গোলটি করেন বেন ইয়েদের।
আরও পড়ুন-৩০৬ রানে জয় মনোজদের, ৩৩ বছর পর ইডেনে ফের ট্রফির হাতছানি