রিয়াধ, ১৬ অগাস্ট : যাবতীয় জল্পনার অবসান। দু’বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দিলেন নেইমার দ্য সিলভা। ব্রাজিলীয় তারকার সঙ্গে সৌদি ক্লাবের দু’বছরের চুক্তি হয়েছে। সংবাদমাধ্যমের খবর, চুক্তির আর্থিক অঙ্ক ৩০০ মিলিয়ন ডলার! প্যারিস থেকে ইতিমধ্যেই সৌদি আরবে চলে এসেছেন নেইমার। বুধবার আল হিলালের চেয়ারম্যানের সঙ্গে ক্লাবের ১০ নম্বর জার্সি হাতে ছবিও তোলেন তিনি।
নেইমারের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। তাই ব্রাজিলীয় তারকাকে পেতে পিএসজিকে ১০০ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে আল হিলালকে। নতুন চ্যালেঞ্জ নিয়ে মুখ খুলেছেন নেইমারও।
আরও পড়ুন-নেহরুর নামে এত ভয় মোদির! স্বাধীনতা দিবসে মোছা হল নাম
তাঁর বক্তব্য, ইউরোপে অনেক কিছু অর্জন করেছি। দুর্দান্ত কিছু মুহূর্ত উপভোগ করেছি। তবে সব সময়ই নিজেকে নতুন পরীক্ষা ও চ্যালেঞ্জের মুখে ফেলতে চেয়েছি। তাই নতুন ইতিহাস লেখার জন্যই সৌদি আরবে খেলার সিদ্ধান্ত নিয়েছি। সৌদি প্রো লিগও দারুণ শক্তিশালী। বিশ্বের নামী তারকারা এখানে খেলছেন। এদিকে, নেইমারকে ছেড়ে দেওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দিয়েছে পিএসজিও। ক্লাবের চেয়ারম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, নেইমার চিরদিন আমাদের ক্লাবের অন্যতম কিংবদন্তি হিসেবে চিহ্নিত হবে। ছ’বছর আগে প্রথমবার নেইমার যখন আমাদের ক্লাবে যোগ দিয়েছিল, সেই মুহূর্তটা ভোলা সম্ভব নয়। আমাদের ক্লাবে ওর অবদানের কথাও মনে থাকবে চিরকাল।