টোকিও, ৬ জুন : জাপানের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের কোচ তিতের সদম্ভ মন্তব্য ছিল, ‘‘ব্রাজিল এখন আর নেইমারের উপরে নির্ভরশীল নয়।’’ যদিও সোমবার সেই নেইমারের করা গোলেই জাপানকে ১-০ গোলে হারাল ব্রাজিল। ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন নেইমার। তাঁকে নিজেদের বক্সে ফাউল করেছিলেন জাপানি ডিফেন্ডার এন্দো।
আরও পড়ুন-নোরোভাইরাস সতর্কতা কেরলে
ম্যাচের শুরু থেকেই দাপিয়ে খেলেছেন নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়াস জুনিয়ররা। কিন্তু গোল করতে পারছিলেন না। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপিয়েছিলেন নেইমাররা। ৭৫ মিনিটে নেইমারের জোরালো শট দারুণভাবে রুখে দেন জাপানি গোলরক্ষক। তবে এর দু’মিনিটের মধ্যেই জয়সূচক গোলটি করেন নেইমার। উল্লেখ্য, ব্রাজিলের জার্সিতে এ নিয়ে ৭৪টি গোল করে ফেললেন নেইমার।