জোড়া গোলে রোনাল্ডো জেতালেন পর্তুগালকে

ম্যাচের ১৫ মিনিটেই রোনাল্ডোর দুর্দান্ত ফ্রি-কিক সুইজারল্যান্ডের গোলরক্ষক আংশিক সেভ করলেও, ফিরতি বল জালে ঠেলে দেন উইলিয়াম কার্ভালহো।

Must read

লিসবন, ৬ জুন : জাতীয় দলের জার্সিতে শেষ পাঁচ ম্যাচে কোনও গোল পাননি। এমনকী, স্পেনের বিরুদ্ধে আগের ম্যাচে তাঁকে প্রথম দলেই রাখেননি কোচ। যদিও রবিবার রাতের নেশনস লিগে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালও ম্যাচটা জিতল ৪-০ গোলে।

আরও পড়ুন-ব্রাজিলের ত্রাতা সেই নেইমার

ম্যাচের ১৫ মিনিটেই রোনাল্ডোর দুর্দান্ত ফ্রি-কিক সুইজারল্যান্ডের গোলরক্ষক আংশিক সেভ করলেও, ফিরতি বল জালে ঠেলে দেন উইলিয়াম কার্ভালহো। ৩৪ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনাল্ডো নিজেও। পাঁচ মিনিটের মধ্যে ফের গোল করে দলকে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন সিআর সেভেন। ৪৩ মিনিটে জোয়াও ক্যানসেলোর নিখুঁত ক্রস জালে রাখতে পারলে হ্যাটট্রিকও করে ফেলতে পারতেন রোনাল্ডো।

আরও পড়ুন-নোরোভাইরাস সতর্কতা কেরলে

প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে আর সেভাবে গোলের জন্য ঝাঁপায়নি পর্তুগাল। তবে ৬৮ মিনিটে আরও একটি গোল করে সুইজারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ক্যানসেলো। এদিনের জোড়া গোলের পর দেশের জার্সিতে ১১৭টি গোল করা হয়ে গেল রোনাল্ডোর। এদিকে, নেশনস লিগের অন্য একটি ম্যাচে স্পেন ২-২ ড্র করেছে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। এই ম্যাচে গোল করে স্প্যানিশ ফুটবলে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক গোল করার নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনা তারকা গাভি।

Latest article