বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : গত কয়েকদিনে আদালতের রায়, পাল্টা রায়ের পর শেষ পর্যন্ত পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। কিন্তু তার আড়ালে যাতে নিষিদ্ধ শব্দবাজি জেলার কোথাও কেউ ফাটাতে না পারে তা রুখতে যথেষ্ট তৎপরতার সঙ্গে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। পুলিশের তরফ থেকে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করে নিষিদ্ধ শব্দবাজি মজুত ও বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়ম কঠোর ভাবে মেনে চলার কথা বলা হয়েছে।
আরও পড়ুন : কালীপুজোয় আরও কমবে তাপমাত্রা
যদি কেউ সেই নিষেধাজ্ঞা অমান্য করে তবে তার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেবার কথাও ওই বৈঠকে জানানো হয়েছে। তাই নিষিদ্ধবাজির বিরুদ্ধে দিনরাত নজরদারি চলছে জেলা জুড়ে। মোতায়ন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারেরা হানা দিচ্ছেন বিভিন্ন বাজারে। জেলা জুড়ে সর্বত্র চলছে নাকা চেকিং। যাতে পাশের রাজ্য অসম থেকে নিষিদ্ধবাজি জেলায় প্রবেশ না করে। দীপাবলির দিন জেলার প্রতিটি থানা এলাকায় মোবাইল সার্ভিল্যান্স ভ্যান ও বিশেষ বাহিনী মোতায়েন থাকবে নিষিদ্ধ শব্দবাজির ব্যাবহার রুখতে। এ ছাড়াও দীপাবলির দিন রাতের অন্ধকারে যাতে কেউ শব্দবাজি ফাটাতে না পারে, সেই কারণে আধুনিক নাইট ভিশন ক্যামেরা যুক্ত ড্রোনের ব্যবহার করবে জেলা পুলিশ। কেউ শব্দবাজি ফাটালে রাতের অন্ধকারে মধ্যেও ড্রোনের উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা তার ছবি সহজেই তুলে নেবে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন, ‘‘নিষিদ্ধ শব্দবাজি রুখতে জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
বাজি নিষিদ্ধ করতে এবারে দেওয়ালির রাতে ড্রোন দিয়ে নজরদারি চালাবে পুলিশ। আদালতের নির্দেশের পর থেকে শহরে বাজির ব্যবহার বন্ধ করতে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বিগত এক মাস ধরে শহরের সমস্ত প্রবেশ পথগুলিতে নাকা তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বাইরের রাজ্য থেকে আসা বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরপরও শহরের অভ্যন্তরে গোডাউন ও খুচরা বাজার গুলোতে লাগাতার অভিযান চালানো হচ্ছে শিলিগুড়ি পুলিশের তরফে। রবিবার শিলিগুড়ি বিভিন্ন থানা এলাকায় থাকা বাজারগুলিতে খুচরো দোকানে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ ও গোয়েন্দা বিভাগ। সোমবারও একইভাবে শিলিগুড়ি একাধিক বাজার এলাকায় হানা দেয় পুলিশ। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা শহরের ছট ঘাটগুলি পর্যবেক্ষণ করেন। ছট ঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে শিলিগুড়িতে ছটঘাটগুলিকে সিসি ক্যামেরা নজরদারিতে মুড়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। শিলিগুড়ির লাইফলাইন মহানন্দা নদীর মৌলিক নিরঞ্জন ঘাট পর্যবেক্ষণের পর শিলিগুড়ি পুলিশ কমিশনার জানান ঘাটের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। দুর্গাপুজোর সময় মহিলাদের নিরাপত্তায় শহরের অলিতে-গলিতে টহলদারি চালানো তেজস্বিনী বাহিনী দুর্দান্ত সাফল্য অর্জন করেছে।