নিগৃহীতা অধ্যাপিকার জবানবন্দি আদালতে

নিগৃহীতা অধ্যাপিকা ফোনে সে কথা জানান। এই স্কলার অধ্যাপিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শ্লীলতাহানির অভিযোগ করা সত্ত্বেও নির্বিকার কর্তৃপক্ষ।

Must read

সংবাদদাতা, বোলপুর : বিশ্বভারতীতে নিগৃহীতা স্কলার অধ্যাধপিকার গোপন জবানবন্দী নেওয়া হল বোলপুর আদালতে। শুক্রবার এই মামলার তদন্তকারী অফিসার আদালতে নিগৃহীতা অধ্যাপিকার ১৬৪ ধারায় গোপন জবানবন্দীর জন্য আবেদন করেন। তারপর বোলপুর বিচার বিভাগীয় আদালত অর্থাৎ দ্বিতীয় ম্যাজিস্ট্রেট আদালতে নিগৃহীতা তাঁর গোপন জবানবন্দী দেন। নিগৃহীতা অধ্যাপিকা ফোনে সে কথা জানান। এই স্কলার অধ্যাপিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শ্লীলতাহানির অভিযোগ করা সত্ত্বেও নির্বিকার কর্তৃপক্ষ।

আরও পড়ুন-দিনের কবিতা

তার নেপথ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের নামও উঠে এসেছে। তিনি অভিযুক্ত রাজর্ষির স্ত্রী অঞ্জনার মামা। উপাচার্য বিজেপির লোক, সেজন্যই অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পক্ষান্তরে তাঁকে আড়াল করতে চাইছে। কলকাতা নিবাসী রায়গঞ্জ এডুকেশন কলেজের সহ-অধ্যাপিকা ২০১৬-য় বিশ্বভারতীর বিনয় ভবনের এডুকেশন বিভাগে পিএইচডি করছিলেন। তাঁর গাইড ছিলেন অধ্যাপক রাজর্ষি রায়। সেই সূত্রে নানা অছিলায় শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ। বিনিময়ে বিশ্বভারতীতে চাকরির প্রলোভন দেখান। গত বছর জুনে তৎকালীন বিভাগীয় প্রধান বেনুধর চিনারা এবং পরে বর্তমান বিভাগীয় প্রধান পার্থপ্রতিম সরকারের কাছে লিখিত অভিযোগ করেন।

Latest article