ধূপগুড়ি উপনির্বাচন: সৌজন্যের রাজনীতি দেখাল তৃণমূল, প্রয়াত বিজেপি বিধায়কের বাড়িতে ঘাসফুল-প্রার্থী

Must read

সৌজন্যের রাজনীতি একমাত্র তৃণমূলেই দেখা যায়। বিরল দৃশ্য দেখা গেল ধূপগুড়িতে। বুধবার নজির গড়লেন ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় (Nirmal Chandra Roy)। বুধবার প্রচারের শুরুতেই প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁর ছবিতে মালা দেন, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল প্রার্থী। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ওই পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। দু-পক্ষের মধ্যে কুশল বিনিময় হয়।

আরও পড়ুন- চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান-৩: সফল অবতরণ বিক্রমের, চতুর্থ স্থানে ভারত

এদিন প্রথমে তিনি (Nirmal Chandra Roy) ধূপগুড়ি মাজারে গিয়ে চাঁদর চড়িয়ে মোমবাতি জ্বালিয়ে পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন। মাজার থেকে প্রথমে মিলপাড়ার একটি রাধাগোবিন্দ মন্দিরে যান সেখানে ওই এলাকার সকলের সঙ্গে মিলিত হন। একসঙ্গে ভোগ খান। নিজের সমর্থনে প্রচার করেন এলাকার উন্নয়নের স্বার্থে তাঁদের কাছে ভোট ‘ভিক্ষা’ করেন। সেখান থেকে বেরিয়ে মিলপাড়া সংলগ্ন এলাকায় প্রচার চালান, মিছিল করেন। এরপর তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে নেতাজিপাড়ার বিভিন্ন এলাকা, ধূপগুড়ি বাসস্ট্যান্ড এলাকা ও আশেপাশের এলাকায় প্রচার চালান। গোটা এলাকাই এদিন পায়ে হেঁটে প্রচার চালান নির্মলবাবু। এদিন প্রচারে তাঁর সঙ্গে ছিলেন ধূপগুড়ি এবং জেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

Latest article