প্রতিবেদন : প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফের নির্বাচিত হলেন ডাঃ নির্মল মাজি। মহাসচিব নির্বাচিত হয়েছেন সাংসদ ডাঃ শান্তনু সেন। গত শনি ও রবিবার এনআরএস হাসপাতালে সংস্থার বার্ষিক সাধারণ সভা হয়। সেই সভাতেই এই নির্বাচন হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া ও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাক্ষীগোপাল সাহা, রঞ্জন ভট্টাচার্য, বীরেন সরকার, সুব্রত মণ্ডল, তপন নস্কর, জয়মাল্য ধর, সুস্মিতা সরকার, কাজল ভট্টাচার্য।
আরও পড়ুন-দুয়ারে সরকার সাফল্যের প্রতিক্রিয়া
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সঞ্জয় সাউ। সহসভাপতি হয়েছেন অভিজিৎ দত্ত, অসিত চক্রবর্তী, সুূশান্ত সাহা, সোমনাথ ঘোষ, তুষার শীল, প্রদ্যোতবিকাশ মহাপাত্র, আসিফ ইকবাল প্রমুখ। সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৌরভ ঘোষ, শেখ মহম্মদ মীরাজুদ্দিন, অজয় মণ্ডল, কৌশিক বিশ্বাস, কৃপাসিন্ধু গাঁতাইত, অভীক দে, প্রতীকী ভট্টাচার্য, উমা মুখোপাধ্যায়, অরিজিৎ মান্না, রাজেশ বিশ্বাস প্রমুখ। কোভিডের জন্য গত দু’বছর সংগঠনের বার্ষিক সভা করা যায়নি। রাজ্যের প্রতিটি ডাক্তার কোভিড পরিস্থিতি মোকাবিলায় দিনরাত পরিশ্রম করেছেন। যা দেশের স্বাস্থ্য পরিষেবায় মডেল। বার্ষিক সভায় একটি উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। যাতে রয়েছেন রাজ্যের চিকিৎসক, বিধায়ক, মন্ত্রীরা। এঁরা হলেন মানস ভুঁইয়া, সুদীপ্ত রায়, তরুণ অধিকারী, শশী পাঁজা, সুদর্শন ঘোষদস্তিদার, উমা সোরেন।
আরও পড়ুন-জল জমার দুর্ভোগ কমাতে রাজ্যের উদ্যোগ ৩৮ কোটিতে খাল সংস্কার
সোমবার নবনির্বাচিত সভাপতি তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং চেয়ারম্যান নির্মল মাজি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তাঁর দেখানো পথে এ রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত তৈরি হয়েছে। একাধিক সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি হয়েছে। বিভিন্ন হাসপাতালে বিশ্বমানের চিকিৎসার যন্ত্রপাতি বসানো হয়েছে। এমআরআই হচ্ছে বিনা পয়সায়। তাঁর বক্তব্য, রোগীরা বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। স্বাস্থ্যসাথী পরিষেবা মানুষকে আশ্বস্ত করেছে। প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসােসিয়েশন মুখ্যমন্ত্রীর দেখানো পথে মানুষকে আরও বেশি পরিষেবা দেবে। ইতিমধ্যে আরও নতুন ডাক্তার তৈরি করতে মুখ্যমন্ত্রী আসনসংখ্যা বাড়িয়েছেন।