প্রয়াত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা,  শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় (Nirmala Banerjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। কলকাতার একটি বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নির্মলা দেবী। শুক্রবার সকালে হাসপাতালে যান অভিজিৎ। তার পরেই তাঁর মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আজ সকালেই কলকাতায় আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। কলকাতা বিমানবন্দরে তাঁকে নিতে যান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা (Nirmala Banerjee) অত্যন্ত অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। মুখ্যমন্ত্রীও জানান, পড়ে গিয়ে তিনি মাথায় চোট পেয়েছেন। বুধবার সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- প্রয়াত বিদ্যা বালনের প্রথম ছবির পরিচালক গৌতম হালদার

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা কমিটিরও সদস্যও। আর্থিক সংক্রান্ত নানা বিষয়েও রাজ্য সরকার তাঁর সঙ্গে আলোচনা করে। তাঁর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায় এবং নোবেল বিজয়ী প্রফেসর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমি গতকাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।  অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় লন্ডন স্কুল অফ ইকনমিক্সে প্রশিক্ষিত ছিলেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অর্থনীতির প্রাক্তন অধ্যাপিকা ছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমি নির্মলাদিকে অনেকদিন থেকে চিনতাম এবং অনেক মধুর স্মৃতি আছে। তার মৃত্যু আমাদের কাছে এক বিরাট ক্ষতি।অভিজিৎ, অনিরুদ্ধ, এসথার ডুফলো সহ পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি নির্মলাদির বন্ধু ও ছাত্রদের প্রতি আমার গভীর সমবেদনা থাকল।

Latest article