সংবাদদাতা, কোচবিহার : বিপাকে পড়ে আবাস যোজনার (Awas Yojana- Nisith Pramanik) তালিকা থেকে বাবার নাম সরাতে উদ্যোগী হলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সোনার দোকানে চুরির মামলা, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। এবার আবাস যোজনার ঘরের তালিকায় রয়েছে নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের নাম। তা নিয়ে চারদিকে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। মন্ত্রী উদয়ন গুহ বলেন, একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে বিজেপির। আবাস যোজনায় (Awas Yojana- Nisith Pramanik) কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিকের বাবার নাম!
গরিব মানুষ একটা ঘরের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন। সেখানে এই দুর্নীতি? মানুষ এর জবাব দেবেন। একইভাবে ক্ষোভ উগরে দেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, নিশীথ প্রামাণিকের জন্ম বাংলাদেশে। তিনি রাজবংশী সম্প্রদায়ের ভুক্ত নন। নকল নাম ব্যবহার করে রাজবংশী সেজে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের অসম্মানিত করছেন।