প্রকাশ্যে এল ‘নিঃশব্দ বিপ্লব’, টুইট বার্তায় জনগণকে ধন্যবাদ জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গ্রামাঞ্চলের এই ভোট বাংলার রাজনীতির অন্যতম অক্সিজেন। এর আগেও পঞ্চায়েত ভোটের ফলাফলের উপর বদলে গিয়েছে বহু রাজনৈতিক সমীকরণ।

Must read

রাজ্যেজুড়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। গ্রামাঞ্চলের এই ভোট বাংলার রাজনীতির অন্যতম অক্সিজেন। এর আগেও পঞ্চায়েত ভোটের ফলাফলের উপর বদলে গিয়েছে বহু রাজনৈতিক সমীকরণ। ঠিক তার পরেই রয়েছে দেশজুড়ে লোকসভা নির্বাচন। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের শাসক বিরোধী অন্যতম প্রধান মুখ হতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল হতে চলেছে বিজেপি বিরোধী প্রধান বিকল্প শক্তি। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ‘‘নিঃশব্দ বিপ্লব’’ নিয়ে জোরচর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারের মানুষের পাশে থাকতে এবার ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি তৃণমূল সাংসদের

আজ শনিবার ডায়মন্ড হারবারের অন্তর্গত পৈলান যুবসঙ্ঘ মাঠে অভিষেক বন্দোপাধ্যায় (Diamond Harbour- Abhishek Banerjee) প্রকাশ করলেন তাঁর সাংসদ হিসেবে “সাফল্যের খতিয়ান”। বই আকারে প্রকাশ করা হল। সাংসদ হিসেবে বিগত ৮ বছরে ডায়মন্ড হারবারের মানুষের জন্য ঠিক কী কী উন্নয়ন করলেন তিনি, সেই হিসেবই রয়েছে পুস্তিকা আকারে।

আরও পড়ুন-গাধায় উন্নতি

আজ এই বই প্রকাশ করে নিজের টুইটার হ্যান্ডেলে তারই কিছু নিদর্শন তিনি দিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘একজন সংসদ সদস্য হিসেবে আমি আজ ৮ বছর পূর্ণ করছি। আমি কৃতজ্ঞ, আনন্দিত এবং ঋণী। ডায়মন্ড হারবার আমাকে ভালবাসা এবং সমর্থন থেকে শক্তি এবং সাহস সব কিছু দিয়েছে। আমি বিনীতভাবে ‘নিঃশব্দ বিপ্লব’ পেশ করছি, একটি নীরব বিপ্লবের প্রতি শ্রদ্ধা, যা আমি আমার নির্বাচনী এলাকায় আনতে চাই।’

 

Latest article