মাতৃত্বকালীন ছুটি নয় মাস করা হোক

Must read

প্রতিবেদন : নীতি আয়োগের (NITI Aayog- maternity leave) প্রস্তাব মেনে নেওয়া হলে আগামিদিনে মহিলারা মাতৃত্বকালীন ছুটি পাবেন নয় মাস। মহিলারা যাতে নয় মাস মাতৃত্বকালীন ছুটি (NITI Aayog- maternity leave) পেতে পারেন সেজন্য দেশের সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাকে প্রস্তাব পাঠাল নীতি আয়োগ। সদ্যোজাত শিশুর উপযুক্ত যত্নের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ভি কে পল।

উল্লেখ্য, ২০১৭ সালে সংসদে মেটারনিটি বেনিফিট বিল ২০১৬ পাশ হয়েছিল। ওই আইনে মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বেড়ে হয়েছিল ২৬ সপ্তাহ। সোমবার পল বলেন, মাতৃত্বকালীন ছুটি যাতে ছয় মাস থেকে বাড়িয়ে নয় মাস করা যায় সে বিষয়ে সরকারি ও বেসরকারি সব সংস্থাকেই চিন্তাভাবনা করতে হবে। কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের উপযুক্ত লালন-পালন এবং যত্নের জন্য মায়েদের ছুটি দরকার। মহিলারা নয় মাস ছুটি পেলে শিশুর যথাযথ যত্ন হতে পারে। তাই এ বিষয়টি নিয়ে প্রতিটি সরকারি ও বেসরকারি সংস্থার উচিত নীতি আয়োগের সঙ্গে সহযোগিতা করা।

আরও পড়ুন- ভয় না দেখিয়ে নিরপেক্ষ তদন্ত করুন : সুপ্রিম কোর্ট

Latest article