প্রতিবেদন : নরেন্দ্র মোদি সরকারকে বড়সড় খোঁচা দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। রবিবার মুম্বইয়ে সিভিল ইঞ্জিনিয়ারদের এক অনুষ্ঠানে গড়করি বলেন, সরকার সময়মতো সিদ্ধান্ত নিতে পারে না। এটাই সবচেয়ে বড় সমস্যা। নীতিনের এই চাঞ্চল্যকর মন্তব্য নিশ্চিতভাবেই মোদি সরকারকে অস্বস্তিতে ফেলেছে। সম্প্রতি বিজেপির সংসদীয় বোর্ড থেকে ছেঁটে ফেলা হয়েছে গড়করিকে। সেই ক্ষোভ থেকেই গড়করি এই মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদি মন্ত্রিসভার সদস্যদের মধ্যেও যে ঠান্ডা লড়াই চলছে গড়করির মন্তব্য তারই প্রমাণ। গড়করিকে সংসদীয় বোর্ড থেকে বাদ দিয়ে আগামী লোকসভা ভোটে তাঁর গুরুত্ব হ্রাস করার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
আরও পড়ুন-পুজোর আগে দূষণ রুখতে শহরে নামছে ইলেকট্রিক ক্যাব
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সরকারের ঢাক পেটাতে গিয়ে বর্তমান সময়কে অমৃতকাল বলে উল্লেখ করেছিলেন। সময়মতো কাজ শেষ হওয়াকে মাইলফলক হিসেবে চিহ্নিত করেছিলেন। কিন্তু মোদির সেই দাবির সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন গড়করি। মনে করা হচ্ছে, নাম না করলেও গড়করি মোদিকেই নিশানা করেছেন। গড়করির এই মন্তব্য মোদি সরকারের প্রকৃত চরিত্রকেই সামনে এনেছে। বিজেপি শিবিরের দাবি, গড়করি নির্দিষ্ট কোনও সরকারকে উদ্দেশ্য করে ওই কথা বলেননি। উনি সাধারণভাবে কথাটা বলেছেন।
আরও পড়ুন-এন্টারটেনমেন্ট চেয়েছিলেন বিজেপির একাংশ
গড়করিকে বিজেপির সংসদীয় বোর্ড থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে অবাক হয়েছিল রাজনৈতিক মহল। সাধারণত বিজেপির প্রাক্তন সভাপতিদের সংসদীয় বোর্ডে রাখা হয়। কিন্তু গড়করির ক্ষেত্রে সেই নিয়ম মানা হল না। এর আগেও মোদি সরকারের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন গড়করি। কিছুদিন আগে নাগপুরে গড়করি বলেছিলেন, বর্তমান রাজনীতি হল পাওয়ার প্লে। চলতি রাজনৈতিক পরিস্থিতিতে বীতশ্রদ্ধ হয়ে একসময় তিনি রাজনীতি ছাড়ার কথাও ভেবেছিলেন বলে গড়করি জানান।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…