পুজোর আগে দূষণ রুখতে শহরে নামছে ইলেকট্রিক ক্যাব

নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা। প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৫০ পয়সা।

Must read

প্রতিবেদন : ক্রমবর্ধমান বায়ুদূষণের সমস্যার মোকাবিলায় এবার কলকাতায় বিদ্যুৎচালিত ট্যাক্সি বা ই-ক্যাব পথে নামানো হচ্ছে । প্রথম দফায় পুজোর আগেই প্রায় এক হাজারটি ই-ক্যাব পথে নামবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গেছে। ওলা উবরের মতো এই ই-ক্যাব পরিষেবাও হবে অ্যাপ নির্ভর। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, এর ফলে অন্যান্য ক্যাবের ‘সারচার্জ’ জুলুমবাজি কমবে। যত বেশি ক্যাব নামবে তত প্রতিযোগিতা শুরু হবে। ফলে ভাড়া সঠিক থাকবে। তিনি বলেন, ই-ক্যাব হলে পরিবেশ দূষণও কমবে। ই-ক্যাবের জন্য পরিবহণ দফতর শহরের বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশন তৈরি করবে। জানা গিয়েছে, আগামী মাসের মধ্যেই চালু হয়ে যাবে এই পরিষেবা। দূষণ রুখতেই পেট্রোল-ডিজেল বিহীন এই ক্যাবের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-এন্টারটেনমেন্ট চেয়েছিলেন বিজেপির একাংশ

বৈদ্যুতিক এই ক্যাবের ভাড়া হবে পরিবহণ দফতরের গাইডলাইন মেনে। ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থা পেয়েছে ছাড়পত্র। সরকারের উদ্যোগে দূষণ এবং জ্বালানির মূল্যবৃদ্ধিতে রাশ টানতে ইতিমধ্যেই নামানো হয়েছে ইলেকট্রিক বাস। নামবে ই-অটোও। আর এদিকে পুজোর আগেই আসছে ই-ক্যাব। ই-গাড়িতে উৎসাহ বাড়াতে একাধিক ছাড় দিচ্ছে রাজ্য সরকার। ই-গাড়ি নামানোর ক্ষেত্রে উৎসাহ জোগাতে একগুচ্ছ ছাড়ও দিচ্ছে রাজ‌্য সরকার। তাতেই ই-গাড়িতে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানাচ্ছেন দফতরের কর্তারা। বেড়েছে বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশন। দফতর সূত্রে খবর, এসি ট‌্যাক্সির বেস ফেয়ারের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ ভাড়া নিতে পারবে এই গাড়ি।

আরও পড়ুন-ডেঙ্গু রুখতে গাইডলাইন

নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা। প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৫০ পয়সা। নির্দেশিকা অনুযায়ী অ্যাপ ক্যাব সর্বাধিক ৫০% ভাড়া নেওয়া যাবে। ফলে প্রতি কিলোমিটারে সর্বাধিক নেওয়া যাবে ২৮ টাকা ভাড়া। সমস্ত ধরনের ক্যাব প্রতি কিলোমিটারে সর্বাধিক ভাড়া নিতে পারবে ২৮ টাকা।রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, এর ফলে অন্যান্য ক্যাবের ‘সারচার্জ’ জুলুমবাজি কমবে। যত বেশি ক্যাব নামবে তত প্রতিযোগিতা শুরু হবে। ফলে ভাড়া সঠিক থাকবে। তিনি বলেন, ই-ক্যাব হলে পরিবেশ দূষণও কমবে।

Latest article