ডেঙ্গু রুখতে গাইডলাইন

সেই সঙ্গে ওইসব এলাকাগুলি সাফাইয়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কোথাও যেন খোলা জায়গায় জল জমে না থাকে তা নিশ্চিত করা হচ্ছে

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া শহরের ডেঙ্গুপ্রবণ এলাকাগুলি চিহ্নিতকরণের কাজ শুরু করল কর্পোরেশন। পাশাপাশি শহরের নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু চিকিৎসার গাইডলাইনও দিয়ে দিচ্ছে হাওড়া পুরনিগম। এই উপলক্ষে আজ, বুধবার শহরের বেসরকারি চিকিৎসক ও নার্সিংহোমদের এক বৈঠকে ডেঙ্গু চিকিৎসার গাইডলাইন দেবেন হাওড়া পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, যিনি নিজেও একজন বিশিষ্ট চিকিৎসক। ডেঙ্গু আক্রান্তদের যাতে সরকারি নির্দেশিকা মেনে চিকিৎসা হয় সেই উদ্দেশ্যেই কর্পোরেশনের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। ওই বৈঠকে নার্সিংহোমের আরএমওদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে।

আরও পড়ুন-বিদ্যুৎ সাশ্রয়ে নয়া নিয়ম চালু হল বাংলাদেশে

ডেঙ্গু আক্রান্ত রোগীর খোঁজ মিললে তাঁদের কী করণীয়, কীভাবে চিকিৎসা চালাতে হবে সেই গাইডলাইনও দিয়ে দেওয়া হবে। শরৎ সদনের ওই বৈঠকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরাও উপস্থিত থাকবেন। এরই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ রুখতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি দলও হাওড়ায় কাজ শুরু করছে। হাওড়া কর্পোরেশন সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত পুর এলাকায় মোট ২০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উত্তর হাওড়ায় আক্রান্তের সংখ্যা বেশি। বিশেষ করে ১, ১১ ও ১৫ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। আক্রান্ত এলাকাগুলি চিহ্নিত করে সেখানে মশা মারার তেল স্প্রে করার জন্য অতিরিক্ত লোক কাজে লাগানো হচ্ছে।

আরও পড়ুন-পুলিৎজার জয়ী ফাহমিদা আজিম

সেই সঙ্গে ওইসব এলাকাগুলি সাফাইয়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কোথাও যেন খোলা জায়গায় জল জমে না থাকে তা নিশ্চিত করা হচ্ছে। হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘ডেঙ্গুর প্রকোপ রুখতে আমরা বদ্ধপরিকর। এর জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপও নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের বিশেষ দলও হাওড়ায় এসে আমাদের সাহায্য করছে। এই বিষয়ে শহরবাসীকে সচেতন করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’’

Latest article