পুলিৎজার জয়ী ফাহমিদা আজিম

এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে পুলিৎজার পুরস্কার জিতলেন ইলাস্ট্রেটর ও গল্পকার ফাহমিদা আজিম।

Must read

প্রতিবেদন : এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে পুলিৎজার পুরস্কার জিতলেন ইলাস্ট্রেটর ও গল্পকার ফাহমিদা আজিম। ২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল ফাহমিদার লেখা হাউ আই এসকেপড এ চাইনিজ ইন্টারমেন্ট ক্যাম্প বা আমি যেভাবে চিনা বন্দিশিবির থেকে পালিয়ে এলাম নামে একটি প্রতিবেদন।

আরও পড়ুন-মুদ্রাস্ফীতির প্রথম দশের মধ্যে শ্রীলঙ্কা পাঁচে

ওই প্রতিবেদনের জন্যই সাংবাদিকতার নোবেল হিসাবে পরিচিত পুলিৎজার পুরস্কার পেয়েছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা বর্তমানে ওয়াশিংটনের সিয়াটলে বসবাস করেন। ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে যৌথভাবে পুলিৎজার জিতেছেন ফাহমিদা। তিনি ছাড়াও পুলিৎজার জয়ীদের মধ্যে রয়েছেন ইনসাইডারের অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস এবং ওয়াল্ট হিকি। এর আগে, চলতি বছরের শুরুর দিকে সামিরা সার্ফ বইয়ের জন্য গোল্ডেন কাইট পুরস্কার জিতেছিলেন ফাহমিদা।

Latest article