মুদ্রাস্ফীতির প্রথম দশের মধ্যে শ্রীলঙ্কা পাঁচে

সারের অভাবে দেশের কৃষি উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি বিদেশি মুদ্রার অভাবে বিদেশ থেকে খাদ্য আমদানিও বন্ধ হয়েছে।

Must read

প্রতিবেদন : শ্রীলঙ্কার জন্য ফের এক খারাপ খবর শোনাল বিশ্ব ব্যাঙ্ক। এই মুহূর্তে গোটা বিশ্বে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির কবলে পড়া ১০টি দেশের একটি তালিকা তৈরি করেছে বিশ্ব ব্যাঙ্ক। ওই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে দ্বীপরাষ্ট্র। চলতি বছরের শুরু থেকেই প্রবল আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। জুলাই মাস থেকে শ্রীলঙ্কায় চরম খাদ্যভাব দেখা দেয়। জ্বালানি ও বিদ্যুতের সংকটে জেরবার দ্বীপরাষ্ট্র। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। কিন্তু পরিস্থিতি যেন কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন-স্কুল পালালে রক্ষে নেই, শিক্ষক বাড়িতে

সারের অভাবে দেশের কৃষি উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি বিদেশি মুদ্রার অভাবে বিদেশ থেকে খাদ্য আমদানিও বন্ধ হয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া। মুদ্রাস্ফীতি বেড়েছে লাফিয়ে। বিশ্ব ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যানে সেই ছবিই সামনে এসেছে। চলতি সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কা সরকার এরই মধ্যে বিশ্ব ব্যাঙ্কের কাছে ঋণের যে আবেদন করেছিল তা কার্যত খারিজ হয়ে গিয়েছে। ফলে চলতি পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজতে নাজেহাল শ্রীলঙ্কা সরকার। উল্লেখ্য, আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, চিনের কাছ থেকে নেওয়া চড়া সুদের বিপুল ঋণই, দ্বীপরাষ্ট্রকে সংকটের মধ্যে ফেলেছে।

Latest article