বিদ্যুৎ সাশ্রয়ে নয়া নিয়ম চালু হল বাংলাদেশে

জানা গিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক বেশকিছু ব্যবস্থা নিয়েছে সরকার।

Must read

প্রতিবেদন : এবার সরকারিভাবে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার। দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এবার সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে হাসিনা মন্ত্রিসভা। একইসঙ্গে ব্যাঙ্কের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নতুন এই সূচি কার্যকর হবে বুধবার থেকে।

আরও পড়ুন-পুলিৎজার জয়ী ফাহমিদা আজিম

এছাড়া বিদ্যুৎ বাঁচাতে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সপ্তাহে দু’দিন ছুটি থাকবে। তবে বেসরকারি অফিসের বিষয়ে কোনও নির্দেশিকা চাপিয়ে দিতে চায়নি বাংলাদেশ সরকার। বিদ্যুৎ অপচয় রুখতে ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকার সচিবালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সরকার তার নির্দেশিকায় জানায়, সরকারি অফিসে কোথাও কোনও পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে দিয়ে প্রাকৃতিক আলো বা সূর্যালোক যথাসম্ভব বেশি ব্যবহার করতে হবে, যাতে বৈদ্যুতিক বাতি যথাসম্ভব কম জ্বালানো যায়। এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহার করতে হবে।

আরও পড়ুন-মুদ্রাস্ফীতির প্রথম দশের মধ্যে শ্রীলঙ্কা পাঁচে

জানা গিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক বেশকিছু ব্যবস্থা নিয়েছে সরকার। পাশাপাশি শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো দেশে বিদ্যুৎ বিপর্যয়ের পরিস্থিতি দেখে আগাম সতর্ক থাকতে চাইছে বাংলাদেশ। আমদানি ব্যয় মেটাতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সঞ্চয় ধরে রাখতে বিলাসবহুল পণ্য আমদানি কমাতে উদ্যোগী হয়েছে হাসিনা সরকার।

Latest article