সরকারি অনুষ্ঠানে তেজস্বী যাদবকে ‘মুখ্যমন্ত্রী’ সম্বোধন নীতীশের!

Must read

প্রতিবেদন : এক সরকারি পশু হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। ভাষণের শুরুতেই নীতীশ বলে বসেন, মাননীয় মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবজি। নীতীশের মুখে উপমুখ্যমন্ত্রীকে ‘মুখ্যমন্ত্রী’ সম্বোধন শুনে হকচকিয়ে যান সভায় উপস্থিত সকলেই। শ্রোতা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা সকলেই তখন মুখ চাওয়াচাওয়ি করছেন। কিন্তু দেখা যায়, ভ্রুক্ষেপ নেই নীতীশের। তিনি ভাষণ দিয়েই চলেছেন।

আরও পড়ুন-ভোটের আগে সাম্প্রদায়িক তাস ফের সাজাচ্ছে বিজেপি

সভা শেষ হতেই যথারীতি সোশ্যাল মিডিয়ায় বিজেপির কটাক্ষ শুরু করেছে। গেরুয়া দলের দাবি, মুখ্যমন্ত্রী সত্যি কথাটাই বলে ফেলেছেন। বিহারে সরকার চালাচ্ছে আসলে যাদব পরিবার। নীতীশ (Nitish Kumar- Tejashwi Yadav) পুতুল মুখ্যমন্ত্রী। সুপার চিফ মিনিস্টার লালুপ্রসাদ যাদব। আর চিফ মিনিস্টার লালুর দুই পুত্র তেজপ্রতাপ যাদব ও তেজস্বী যাদব।
রাজনৈতিক মহল মনে করছে, নীতীশ বিজেপির সঙ্গ ছাড়ার পর থেকে গেরুয়া শিবির বলতে শুরু করেছে, নীতীশ নামেই মুখ্যমন্ত্রী। রিমোট কন্ট্রোলে বিহারে সরকার চালাচ্ছেন লালুপ্রসাদ। নীতিশের এদিনের কর্মকাণ্ডে বিজেপি হাতে আরও একটি অস্ত্র পেয়ে গেল। তবে নীতীশ এবার সহমতের সঙ্গে সরকার চালাতে চাইছেন। যাতে বিবাদ, দ্বিমত প্রকাশ্যে না আসে সেদিকে কড়া নজর রেখেছেন। ফলে তেজস্বীকে নীতীশের মাননীয় মুখ্যমন্ত্রী বলে সম্বোধন মুখ ফস্কে বলা নাকি, ইচ্ছাকৃত ভুল তা নিয়েও অনেকেই সংশয়ে পড়েছেন।

Latest article