কুরুচিকর মন্তব্যের জের, ক্ষমা চাইতে হল নীতীশকে

Must read

প্রতিবেদন : মঙ্গলবারই বিধানসভায় মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে চরম সমালোচিত হয়েছিলেন। এবার চাপে পড়ে নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish kumar)। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজেই ক্ষমা চেয়ে নেন। নীতীশের সাফাই, আমি যা মন্তব্য করেছি, তা ফেরত নিচ্ছি। এমনিই কথাগুলো বলে ফেলেছিলাম। আমার কথার ভুল অর্থ বের করা হয়েছে। আমি মহিলাদের শিক্ষার কথা বলেছিলাম। কিন্তু আমার কথায় কারও আঘাত লেগে থাকলে আমি ক্ষমা চাইছি। উল্লেখ্য, মঙ্গলবারই বিধানসভায় দাঁড়িয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নারীশিক্ষার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish kumar)। আর তারপরই বিজেপি সহ বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়তে হয় বিহারের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি নীতীশের মন্তব্যকে ‘অশ্লীল’ এবং ‘অপমানজনক’ বলে বর্ণনা করে বিরোধী শিবিরও। সার্বিক চাপের মুখে এদিন নীতীশ সবার সামনে ক্ষমা চাইলেও বিতর্ক থামছে না। মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি থেকে শুরু করে বিজেপি নেতারা সবাই মুখ্যমন্ত্রী নীতীশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এই ইস্যুতে নীতীশের পদত্যাগ দাবি করছেন বিজেপি নেতা বিজয় সিনহা। অন্যদিকে, দিল্লি কমিশন ফর উইমেনস-র চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালও বিহারের মুখ্যমন্ত্রীর ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান। তারপরই নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন নীতীশ।

আরও পড়ুন- তদন্ত প্রভাবিত করার চেষ্টা! কড়া অভিযোগে সরব মহুয়া

Latest article