প্রতিবেদন : রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ফের সামনে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দ্বন্দ্ব। সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হয়ে থাকে। সেই প্রথা মেনে সোমবার রাষ্ট্রপতিপদে দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল জেডিইউয়ের বেশ কয়েকজন শীর্ষনেতাকেও। কিন্তু মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে অস্বীকার করেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-ফাঁকা আছে প্রচুর পদ
রাজনৈতিকমহলে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে, বিজেপি শীর্ষ নেতৃত্ব, বিশেষত মোদি ও অমিত শাহর সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন। তবে নীতীশের এই বয়কট প্রথম নয়। সাম্প্রতিক অতীতে বিজেপি আয়োজিত একাধিক অনুষ্ঠানে গরহাজির ছিলেন নীতীশ। এদিন জেডিইউয়ের সংসদীয় দলনেতা উপেন্দ্র কুশওয়া বলেন, তাঁদের দল দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেছে। তবে বিশেষ কাজের জন্য এদিন দ্রৌপদীর শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যেতে পারেননি। এর পিছনে অন্য কোনও কারণ নেই। যদিও তাতে বিতর্ক থামছে না৷