ফাঁকা আছে প্রচুর পদ

কেন্দ্রীয় মন্ত্রক, সংশ্লিষ্ট দফতর, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং ব্যাঙ্ক এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এই স্মারকলিপি তৈরি করা হয়।

Must read

নয়াদিল্লি : জাতীয় তফসিলি উপজাতি কমিশনে বিপুল সংখ্যক শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় তফসিলি বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু। তিনি জানিয়েছেন, তফসিলি উপজাতি কমিশনের ১২৪টি শূন্যপদের মধ্যে এখনও পর্যন্ত পূরণ করা হয়েছে ৪৯টি। বাকি শূন্যপদগুলি যত দ্রুত সম্ভব পূরণ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, এ বিষয়ে সচেষ্ট তফসিলি বিষয়ক মন্ত্রক এবং তফসিলি উপজাতি কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানিয়েছেন, তফসিলি উপজাতি কমিশনের গ্রুপ এ পদের ক্যাডার নিয়ন্ত্রণের ক্ষমতা তফসিলি বিষয়ক মন্ত্রকের হাতে।

আরও পড়ুন-জনস্বার্থের ইস্যুতে আলোচনা চাই, সংসদে সরব দল

অন্যদিকে, গ্রুপ বি এবং গ্রুপ সি-এর ক্ষেত্রে সেই ক্ষমতা রয়েছে কমিশনের হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, ২০১৮ সালের পর থেকে কেন তফসিলি উপজাতি কনিশনের বার্ষিক রিপোর্ট পেশ করতে দেরি হচ্ছে? সে প্রশ্নের জবাবে বিশ্বেশ্বর টুডু জানান, এই রিপোর্টের সঙ্গে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সমস্ত সুপারিশ করা পদক্ষেপের উল্লেখ করা থাকে সেই স্মারকলিপিতে। কেন্দ্রীয় মন্ত্রক, সংশ্লিষ্ট দফতর, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং ব্যাঙ্ক এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এই স্মারকলিপি তৈরি করা হয়।

Latest article