প্রতিবেদন : বারবার ভোলবদল নীতীশ কুমারের। বিজেপির সঙ্গে জোট বেঁধে ঘরে-বাইরে তুমুল সমালোচনার মুখে নীতীশ কুমার। তৃণমূলের সাফ কথা, নীতীশ সম্পূর্ণ বিশ্বাসঘাতক ও সুবিধাবাদী রাজনীতি করছেন। দল বদলে গিরগিটির মতো আচরণ করা নীতীশের ট্র্যাক রেকর্ডে রয়েছে। নীতীশ এবারও তাই করেছেন। এই ধরনের নেতাকে সঙ্গে নিয়ে চললে ইন্ডিয়ার লাভ হত না। চলে যাওয়ায় ইন্ডিয়ার সুবিধাই হল।
আরও পড়ুন-ফের চিনের ঢালাও প্রশংসা, ভারতকে খোঁচা মুইজ্জুর
নীতীশ যে এই পদক্ষেপ করতে পারেন, তা তৃণমূল কংগ্রেস অনেক আগেই অনুমান করেছিল। এই কারণেই জোটের নেতা হিসেবে নীতীশ কুমারের নাম প্রস্তাব করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে আসলে সর্ষের মধ্যে ভূত, তা তৃণমূলনেত্রী আগেই বুঝেছিলেন। তাই দলিত এবং বড় দলের নেতা খাড়গের নাম প্রস্তাব করেছিলেন নেত্রী। নীতীশ শুধু বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন। নীতীশ চলে যাওয়ায় বিহারে আরজেডির নতুন শক্তিতে উত্থান হবে। বিজেপি-জেডিইউ জোটকে আগামী লোকসভা নির্বাচনে পরাজিত করবে।