বিচারপতিদের বিচার কী হবে? আজ নজর সুপ্রিম কোর্টের দিকে

এরপর ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের সহকর্মী সৌমেন সেনের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দাগেন।

Must read

প্রতিবেদন : বিচারপতি বনাম বিচারপতি মামলার আজ শুনানি সুপ্রিম কোর্টে। মেডিক্যালে ভর্তি মামলা নিয়ে যার সূত্রপাত। মেডিক্যালে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয়। এরপর ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের সহকর্মী সৌমেন সেনের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দাগেন। যা শুধু বেনজির নয়, সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-১১ হাজারেরও বেশি পাড়ায় পাড়ায় বৈঠক

প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ তৈরি হয়। শনিবার তার প্রথম শুনানিতেই বেঞ্চ জানিয়ে দেয়, গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এবং নির্দেশজনিত সব প্রক্রিয়ায় স্থগিতাদেশ রইল। আজ, সোমবার পরবর্তী শুনানির দিন স্থির হয়। সুপ্রিম কোর্ট জানায়, মূল মামলাকারী চাইলে যুক্ত হতে পারেন। রাজ্যের বক্তব্য সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই মামলায় পার্টি হতে চেয়েছেন। ফলে সকলের নজর শুনানির দিকে।

Latest article