১১ হাজারেরও বেশি পাড়ায় পাড়ায় বৈঠক

সেই লক্ষ্যেই পাড়ায় পাড়ায় বৈঠকের মাধ্যমে জনসংযোগ শুরু করেছে মহিলা তৃণমূল। অঞ্চল ও ওয়ার্ড ধরে হবে এই কর্মসূচি। চলবে

Must read

প্রতিবেদন : আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই ইনডোরের সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, দেশের স্বার্থে বিজেপিকে হারাতেই হবে। সেই লক্ষ্যেই পাড়ায় পাড়ায় বৈঠকের মাধ্যমে জনসংযোগ শুরু করেছে মহিলা তৃণমূল। অঞ্চল ও ওয়ার্ড ধরে হবে এই কর্মসূচি। চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের তরফে আগেই পাড়া বৈঠকে কোন কোন বিষয় নিয়ে প্রচার করা হবে তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-গোলপার্ক-হাজরা, বঞ্চনার প্রতিবাদে দক্ষিণে মিছিল

প্রথমত, মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছুই করেনি কেন্দ্রের বিজেপি সরকার। প্রচারে এর ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারের মহিলা বিদ্বেষী মনোভাব ও মহিলাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহারের বিরদ্ধেও জোরালো প্রচার চালানো হয়েছে। উঠে এসেছে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামও। এর পাশাপাশি মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথাও প্রচারে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে রাজ্যের গরিব মানুষের পাওনা টাকা কীভাবে দিনের পর দিন আটকে রেখেছে— উঠে এসেছে সে-প্রসঙ্গও। বৈঠক শেষে পাড়ার মহিলাদের নিয়ে মিছিলও করেন দলের মহিলা নেতৃত্ব। এই কর্মসূচি নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায় জানান, রাজ্যের সব প্রান্তের মহিলাদের সঙ্গে আরও বেশি জনসংযোগ তৈরি করা এবং রাজনীতিতে আরও বেশি মহিলার অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Latest article