গোলপার্ক-হাজরা, বঞ্চনার প্রতিবাদে দক্ষিণে মিছিল

বাংলায় বকেয়া আদায়ে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাতদিন সময় দিয়েছেন কেন্দ্রকে।

Must read

প্রতিবেদন : বাংলায় বকেয়া আদায়ে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাতদিন সময় দিয়েছেন কেন্দ্রকে। এর মধ্যে বকেয়া আদায় না হলে তৃণমূল বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবে বলে ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরই কালক্ষেপ না করে কেন্দ্রীয় বঞ্চনা ও প্রাপ্য বকেয়ার দাবিতে পথে নামতে চলেছে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল হবে।

আরও পড়ুন-আজ উত্তরে মুখ্যমন্ত্রী

মিছিল শুরু হবে দুপুর তিনটেয়। রাসবিহারী ও ভবানীপুর বিধানসভা ক্ষেত্র কভার করবে এই মিছিল। মিছিল শেষে সভা হবে হাজরা মোড়ে। এদিনের মিছিলে উপস্থিত থাকবেন এবং সভায় বক্তব্য রাখবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, সাংসদ মালা রায়, মণীশ গুপ্ত, জেলা সভাপতি তথা বিধায়ক দেবাশিস কুমার, বিধায়ক দেবব্রত মজুমদার, রত্না চট্টোপাধ্যায়, যুবনেতা সার্থক বন্দ্যোপাধায় প্রমুখ। এদিন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের একবার গর্জে উঠবে মহানগরের রাজপথ। কেন্দ্রের কাছে বারবার আবেদন করেও কাজ হয়নি। একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ অন্যান্য প্রকল্পের প্রাপ্য বকেয়া মেটায়নি কেন্দ্র। রাজ্য থেকে জিএসটির টাকা তুলে নিয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের পাওনা মেটাচ্ছে না। নামেই বিভিন্ন পর্যায়ের বৈঠক চলছে। তাই ফের আন্দোলনের রাস্তায় হাঁটতে শুরু করেছে তৃণমূল।

Latest article