আজ উত্তরে মুখ্যমন্ত্রী

মানুষের পরিষেবা দিতে ফের উত্তরের জেলায় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার দুপুরের বিমানে হাসিমারা পৌঁছবেন তিনি।

Must read

প্রতিবেদন : মানুষের পরিষেবা দিতে ফের উত্তরের জেলায় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার দুপুরের বিমানে হাসিমারা পৌঁছবেন তিনি। আগামিকাল সোমবার কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হচ্ছে। সোমবার রাসমেলার মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। উপভোক্তাদের হাতে তুলে দেবেন একাধিক সরকারি পরিষেবা। উদ্বোধন ও শিলান্যাস করবেন একগুচ্ছ প্রকল্পের। কোচবিহারের পর শিলিগুড়ি ছুঁয়ে দুই দিনাজপুর-মুর্শিদাবাদ-মালদা পর্যন্ত একটানা মানুষের পরিষেবা প্রদানের কর্মসূচি রয়েছে। সেই সঙ্গে যাবতীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। এর আগের সফরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পরিষেবা প্রদান সেরে ফেলেছেন। পাহাড়বাসীর জন্য যাবতীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন- শিলান্যাস ও পরিষেবা দিতে পাহাড়েও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ফের চিনের ঢালাও প্রশংসা, ভারতকে খোঁচা মুইজ্জুর

সামনেই লোকসভা নির্বাচন। তাই যত দ্রুত সম্ভব ও যতটা সম্ভব সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন। কারণ নির্বাচনী বিধিনিষেধে এই পরিষেবা প্রদান সম্ভব হবে না। কোচবিহার থেকে মুর্শিদাবাদ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলার মানুষ মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর কথা শুনতে।

Latest article