​দরিদ্র-মেধাবীদের ১৫০০ কোটির বৃত্তি রাজ্যের

আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে মার্চ মাসের মধ্যে।

Must read

প্রতিবেদন : বাংলার দরিদ্র-মেধাবী পড়ুয়াদের বৃত্তিখাতে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে প্রায় ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই বৃত্তির জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে মার্চ মাসের মধ্যে।

আরও পড়ুন-১১ হাজারেরও বেশি পাড়ায় পাড়ায় বৈঠক

বৃত্তি প্রদানের জন্য ২০২২-’২৩ সালে রাজ্যের খরচ হয় ১৪০০ কোটি টাকা। তার আগের শিক্ষাবর্ষে বরাদ্দ করা হয়েছিল ১১০০ কোটি টাকা। আর এবার তা বাড়িয়ে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যোগ্য দুঃস্থ ও মেধাবী প্রার্থীরা যাতে বঞ্চিত না হন, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সংশ্লিষ্ট খাতে যা বরাদ্দ করা হয়েছিল, এবার তা আরও বাড়ানো হচ্ছে। যাতে অবশিষ্ট আবেদনকারীদের স্কলারশিপের টাকা আটকে না যায়, তার জন্যই এই নয়া পরিকল্পনা। রাজ্যের এই উদ্যোগে বহু দুঃস্থ-মেধাবী পড়ুয়া উপকৃত হবেন।
খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তারপর তাঁরাও আবেদন করতে পারবেন। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদনের যোগ্য। সর্বশেষ পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেলেই আবেদন করা যাবে। এখন পর্যন্ত আবেদনকারীর সংখ্যা আট লাখেরও বেশি।

Latest article