নীতু-সুইটির জোড়া সোনা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

নয়াদিল্লি: মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (IBA Women’s World Boxing Championship) শনিবার ভারতকে জোড়া সোনার পদক উপহার দিলেন নীতু ঘাঙ্ঘাস ও সুইটি বোরা। এদিন ৪৮ কেজি বিভাগের ফাইনালে নীতু ৫-০ ফলে হারিয়েছেন মঙ্গোলিয়ার লুৎসাইখান অলটানসেটসেগকে। মঙ্গোলিয়ান বক্সার এশিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা নীতুকে এই ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখেও ফেলেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। অন্যদিকে, ৮১ কেজি বিভাগের ফাইনালে সুইটির প্রতিপক্ষ ছিলেন চিনের ওয়াং লিনা। যিনি ২০১৮ সালের চ্যাম্পিয়ন এবং ২০১৯ সালের ব্রোঞ্জজয়ী। যদিও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চিনা বক্সারের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুর্দান্ত জয় ছিনিয়ে নেন সুইটি। সুইটিকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “অভিনন্দন সুইটি। আপনি মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (IBA Women’s World Boxing Championship) ৮১ কেচি বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশকে গর্বিত করেছেন। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।”

এদিকে, ভারতের সামনে চলতি টুর্নামেন্ট থেকে আরও দু’টি সোনার পদকের হাতছানি। রবিবার ৫০ কেজি বিভাগের ফাইনালে ভিয়েতনামের এনগুয়েন থাই টামের মুখোমুখি হবেন নিখাত জারিন। যিনি গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে ৫২ কেজি বিভাগে সোনা জিতেছিলেন। এবার জারিনের সামনে টানা দ্বিতীয়বার সোনা জয়ের সুযোগ। অন্যদিকে, ৭৫ কেজি বিভাগের ফাইনালে আরেক ভারতীয় বক্সার লভলিনা বরগোঁহাই রিংয়ে নামবেন অস্ট্রেলিয়ার কেটলিন পার্কারের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনার সামনে সুযোগ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জেতার।

আরও পড়ুন: বৈধতা চ্যালেঞ্জ শীর্ষ আদালতে

Latest article