লাহোর, ২৪ অক্টোবর : এই বিশ্বকাপেই আবার দেখা হবে ভারত ও পাকিস্তানের। সেটা পরের দিকে। বললেন শোয়েব আখতার। বিরাট কোহলির মহাকাব্যিক ব্যাটিংয়ে রবিবার ভারত পাকিস্তানকে চার উইকেটে হারিয়েছে। নিজের ইউটিউব চানেলে এই ম্যাচ নিয়ে প্রাক্তন ফাস্ট বোলার বলেছেন, পাকিস্তানের লোয়ার অর্ডার ব্যর্থ হওয়ায় রানটা ১৫৯-এ দাঁড়িয়ে গিয়েছিল। নাহলে আরও কিছু রান উঠত। শোয়েব অবশ্য এ বলেছেন যে, এমসিজির উইকেট ভাল ছিল না। বল কীভাবে আসবে সেটা ব্যাটাররা বুঝতে পারেননি। একইসঙ্গে আম্পায়ারদের নো বল দেওয়া নিয়েও মুখর শোয়েব। এক্ষেত্রে তিনি দুই আম্পায়ারকে ঘুরিয়ে একহাত নিয়েও ছাড়েননি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এই হারের পরও পাক দলকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। তাঁর কথায়, ‘‘তোমরা দুর্দান্ত খেলে এই জায়গায় এসেছ। এখন থেকে ব্যর্থ হয়ে ফিরে গেলে চলবে না। আরও ভাল গেমপ্ল্যান করে পরের ম্যাচে নেমে পড়তে হবে তোমাদের।” রবিবারের ম্যাচকে টি ২০-র অন্যতম সেরা ম্যাচ বলেও বর্ণনা করেছেন একসময়ের বিশ্বসেরা ফাস্ট বোলার।
আরও পড়ুন –বৃষ্টিতে জয় হাতছাড়া দক্ষিণ আফ্রিকার
এই ম্যাচে ৫৩ বলে ৮২ নট আউট থেকে ভারতকে নাটকীয় জয় এনে দিয়েছেন বিরাট কোহলি।এদিকে, ভারত জিতলেও রোহিত-রাহুলের ওপেনিং জুটির তীব্র সমালোচনা করেছেন শোয়েব। তাঁর কথায়, ‘‘ভারতীয় ওপেনাররা পাক বোলারদের সামনে চাপে ছিল। অধিনায়ক হিসেবে রোহিতকে আরও ঠান্ডা মাথায় খেলতে হবে। আর রাহুল বেশি নিজের কথা ভাবতে গিয়ে উইকেট দিয়ে আসছে।”