নয়াদিল্লি : ২০১১-র পর থেকে দেশে জনগণনার কাজ হয়নি। পরের বছর লোকসভা নির্বাচন থাকায় ফের জনগণনার কাজ পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে জানিয়েছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। জানানো হয়েছে, প্রশাসনিক সীমানা চূড়ান্ত করার কাজ শেষ হলে তবেই জনগণনার কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হবে।
আরও পড়ুন-নরোদাগাম গণহত্যা, বিজেপি মন্ত্রী-সহ ৬৯ জন অভিযুক্তকেই খালাস করল গুজরাতের আদালত!
প্রশাসনিক সীমানা চূড়ান্ত করার সময়সীমা ধার্য হয়েছে ২০২৩-এর ৩০ জুন। সব মিলিয়ে আগামী লোকসভা নির্বাচনের আগে যে দেশে জনগণনার কাজ হচ্ছে না তা একরকম চূড়ান্ত। এর আগে ২০২০ সালে প্রাথমিক পর্বের কাজ শুরুর কথা থাকলেও কোভিডের জন্য তা করা যায়নি। গত বছর মার্চে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে দেশের নাগরিকদের এনপিআর-এর জন্য ডাক দেয়। ২০২০ সালের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি গণনার কাজ শুরু হওয়ার কথা ছিল। যদিও তারপর বেশ কয়েকবার প্রশাসনিক সীমানা চূড়ান্ত করার সময়সীমা বৃদ্ধি করা হয়।