ভয়ঙ্কর সৌরঝড়ে বিপর্যস্ত হতে পারে ইন্টারনেট ও টেলিযোগাযোগ

চলতি বছরে গোটা বিশ্বের সঙ্গে ভারতেও প্রবল গরম ও তাপপ্রবাহ চলছে। দেশের বেশিরভাগ রাজ্যেই তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে

Must read

প্রতিবেদন: চলতি বছরে গোটা বিশ্বের সঙ্গে ভারতেও প্রবল গরম ও তাপপ্রবাহ চলছে। দেশের বেশিরভাগ রাজ্যেই তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এরই মধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আরও এক উদ্বেগজনক খবর শুনিয়েছে। নাসা জানিয়েছে, সূর্যে এক ভয়ঙ্কর সৌরঝড় উঠতে চলেছে। এ বিষয়ে ইতিমধ্যেই নাসার তরফে সতর্কতা জারি করা হয়েছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে বড় ধরনের ফাটল ধরতে পারে।

আরও পড়ুন-লোকসভা ভোটের আগে জনগণনা হচ্ছে না দেশে

সে ক্ষেত্রে বেতার যোগাযোগ ও জিপিএস ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। এমনকী এই সৌরঝড়ের প্রভাবে ইন্টারনেট সংযোগ ও মোবাইলের নেটওয়ার্কও বন্ধ হয়ে যেতে পারে। ঘটতে পারে বিদ্যুৎ বিভ্রাট। নাসা জানিয়েছে, আগামী দুদিন এই সৌরঝড়ের প্রভাব থাকবে পৃথিবীতে। কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। এই সৌরঝড়ের ফলে শুধু যে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে তা নয়, এর ফলে টেলিযোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হবে। এক সপ্তাহ আগেই ভয়ঙ্কর সৌরঝড়ের সাক্ষী হয়েছিল এই পৃথিবী। সেই সৌরঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল ভারত মহাসাগরের উপর। সৌরঝড়ের কারণে বেশ কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বেতার সংযোগ। কিন্তু এবারের সৌরঝড়টি আরও বড় এবং আরও ভয়ঙ্কর বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

Latest article