লাইন পেরোতে মৃত্যু হলে ক্ষতিপূরণ নয়

বিভিন্ন সময়ে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনায় কিছু মানুষের মৃত্যু হয়।

Must read

প্রতিবেদন : বিভিন্ন সময়ে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনায় কিছু মানুষের মৃত্যু হয়। এই দুর্ঘটনার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই রেলের দিকে আঙুল ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃতের পরিবার রেলের কাছে ক্ষতিপূরণ দাবি করে। এবার ক্ষতিপূরণ নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা জানাল তেলেঙ্গানা হাইকোর্ট। একটি মামলার পরিপ্রেক্ষিতে তেলেঙ্গানা হাইকোর্ট জানিয়েছে, রেললাইন পারাপার হতে গিয়ে নিজের দোষে যদি কোনও যাত্রীর মৃত্যু হয় তবে তার জন্য রেল কোনওভাবেই ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়।

আরও পড়ুন-পদ্মশ্রীর মানপত্র রাস্তায় ছুঁড়ে প্রবীণ শিল্পীকে নির্মম উচ্ছেদ

বিচারপতি জি অনুপমা চক্রবর্তী বলেছেন, যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে একমাত্র সে ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। উল্লেখ্য, ২০০৮ সালের ৬ মে এক মহিলা তাঁর পরিবারের সঙ্গে হাওড়া-তিরুপতি এক্সপ্রেসে কান্ডুকুরু যাচ্ছিলেন। মাঝপথে একটি স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছিল। সে সময়ে ওই মহিলা প্লাটফর্ম থেকে নেমে আসেন রেললাইনে। এরপর ট্রেন ছাড়ার সময় লাইন থেকে প্লাটফর্মে উঠতে গেলে রেললাইনে তাঁর শাড়ি জড়িয়ে যায়। এবং ট্রেনের ধাক্কায় মহিলা প্রাণ হারান। এ ঘটনায় মৃত মহিলার পরিবার ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে রেলওয়ে ক্লেম ট্রাইব্যুনালে আবেদন করে। রেলওয়ে ক্লেম ট্রাইব্যুনাল ওই আবেদনটি খারিজ করে দেয়।

আরও পড়ুন-বাজারে ভিনরাজ্যের আম

রেলের আইনজীবীরা জানান, রেলের কোনও গাফিলতির কারণে নয় বরং ওই মহিলার মৃত্যু হয়েছে নিজের দোষে। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, মৃত মহিলা দুর্ঘটনাবশত ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারাননি। তাই কোনওভাবেই এটাকে অপ্রতিকর ঘটনা বলা যায় না। ওই প্লাটফর্মে ফুট ওভারব্রিজ ধাকা সত্ত্বেও মহিলা ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পারাপার করেছেন। যা ফৌজদারি অপরাধের শামিল।

Latest article