বাজারে ভিনরাজ্যের আম

বাজারে ভিনরাজ্যের আম। তবে মালদহের আমের মতো নেই স্বাদ

Must read

সংবাদদাতা, মালদহ : বাজারে ভিনরাজ্যের আম। তবে মালদহের আমের মতো নেই স্বাদ। বলছেন ক্রেতারা। ইংরেজবাজার শহরের নেতাজি মার্কেট, চিত্তরঞ্জন পুর বাজার, রথবাড়ি, গৌড়রোড চাঁচোল, কালিয়াচক, গাজোল, বামোনগোলায় বিক্রি হচ্ছে ভিনরাজ্যের আম। ফুটপাত থেকে শুরু করে দৈনিক বাজারগুলিতে থাবা বসিয়েছে ভিনরাজ্যের আম। মূলত মহারাষ্ট্র ও চেন্নাই থেকে প্যারকোলমেন সহ বিভিন্ন প্রজাতির আমের আমদানি হচ্ছে মালদহে।

আরও পড়ুন-নারী-সুরক্ষায় উইনার্স

বৈশাখের তীব্র গরমে স্থানীয় আম না মেলায় চড়া দরে ভিন রাজ্যের আমেই হাত দিচ্ছে মালদহবাসী। তবে দামে বেশি হলেও মালদহের আমের মতো স্বাদ নেই বলে জানাচ্ছেন ক্রেতারা। বাচ্চু সাহা নামে এক ব্যবসায়ী জানান, ভিনরাজ্যের আম দৈনিক ২০ কেজির ঊর্ধ্বে বিক্রি হচ্ছে। ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত দাম। মালদহের আম এখনও পাকেনি তাই ভিনরাজ্যের আম নিয়ে ব্যবসা চালাচ্ছি।

Latest article