নারী-সুরক্ষায় উইনার্স

বর্তমানে আলিপুরদুয়ার শহরের এই দলে রয়েছে ২৫ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা কনস্টেবল এবং দু’জন সাব-ইন্সপেক্টর।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর নির্দেশে নারী-সুরক্ষায় আলিপুরদুয়ার জেলায় গঠিত হল মহিলা কমব্যাট ফোর্স উইনার্স। আলিপুরদুয়ার পুরসভা এলাকায় ২৪ ঘণ্টা কাজ করবে এই উইনার্স টিম। শহরের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিশেষ করে মহিলাদের সুরক্ষা দেওয়া হবে এই উইনার্স টিমের প্রথম এবং প্রধান কাজ।

আরও পড়ুন-ব্যবসা করতে অর্থ-সাহায্য

বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী উইনার্স দলের আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি বলেন, ইভটিজিং বা নারী-সুরক্ষার ক্ষেত্রে কোনও সমস্যা হলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাবে এই বিশেষ মহিলা কমব্যাট ফোর্স ‘উইনার্স’। দিনভর শহরের মূল রাস্তা ও অলিগলিতে মোটর বাইক নিয়ে ঘুরে বেড়াবে উইনার্স টিম। রাস্তাঘাটে রোমিওদের ইভটিজিং করতে দেখলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিবে এই বিশেষ প্রশিক্ষিত মহিলা পুলিশের দল। বর্তমানে আলিপুরদুয়ার শহরের এই দলে রয়েছে ২৫ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা কনস্টেবল এবং দু’জন সাব-ইন্সপেক্টর।

Latest article