ব্যবসা করতে অর্থ-সাহায্য

বেকারদের জন্য বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বেকারদের জন্য বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের। ব্যবসা করতে ৫৫ জনের হাতে তুলে দেওয়া হল ১০ হাজার টাকার আর্থিক সাহায্য। বৃহস্পতিবার বালুরঘাটের বালুছায়া সভাগৃহে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পের বিভন্ন সুবিধা বিতরণ অনুষ্ঠান। সূচনা করেন মন্ত্রী বিপ্লব মিত্র।

আরও পড়ুন-বাংলার সামনে ঝাড়খণ্ড, ৪ জুন থেকে বেঙ্গালুরুতে রঞ্জি নক-আউট

এ-ছাড়াও ২৩ জনের হাতে জাতিগত শংসাপত্র, ২৭৬০ টাকা করে ৩ জনকে স্কলারশিপ, বছরে ৩০০০ টাকা করে ১ জনকে প্রিম্যাট্রিক স্কলারশিপ, ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে ৬০ বছর বেশী বয়সি ২ জনকে ১০০০ টাকা, তপসিলি বন্ধু স্কিমের অধীনে ৬০ বছরের ঊর্ধ্বে থাকা ৩ জনকে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা, জয় জোহার প্রকল্পের অধীনে ৬০ বছরের বেশি বয়সি ৩ জন এসটি ব্যক্তিদের ১০০০ টাকা এবং মহিলা সমৃদ্ধি যোজনা অধীনে ২১ জনকে ২০০০ টাকা দেওয়া হয়। ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, জেলা শাসক আয়েশারানি এ এবং জেলার পুলিশ সুপার রাহুল দে প্রমুখ

Latest article