প্রতিবেদন : মাধ্যমিকের আসন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়, তাই আগেভাগেই পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। টেস্ট পরীক্ষায় এমন কোনও প্রশ্ন দেওয়া যাবে না যাতে বোর্ডের বা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। স্কুলগুলিকে এই মর্মে সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। পর্ষদের দেওয়া চিঠিতে স্কুলগুলোকে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সিলেবাসের বাইরে প্রশ্ন করা যাবে না। অন্যথা হলেই স্কুলের প্রধান শিক্ষককে কৈফিয়ত দিতে হবে।
আরও পড়ুন-মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি
পাশাপাশি বাইরের কোনও সংস্থার সহযোগিতা নিয়ে কোনও পরীক্ষা নেওয়া যাবে না। পর্ষদের নির্দেশিকা মেনেই পরীক্ষা নিতে হবে। পরীক্ষা শেষ হলে প্রশ্নপত্র পর্ষদের ই-মেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাতে কোনও বিতর্ক না তৈরি হয় তাই আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার জন্য খরচও বাড়াতে চলেছে বোর্ড। মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র পিছু ১০ টাকা করে স্কুলগুলিকে দেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।