সংবাদদাতা, শিলিগুড়ি : আজ শুক্রবার কলকাতার ধাঁচে প্রথমবার শিলিগুড়িতে পুজো কার্নিভাল। কার্নিভাল ঘিরে চরম উন্মাদনা শহরবাসীর মধ্যে। শিলিগুড়িতে মোট ২৩টি পুজো কার্নিভালে অংশগ্রহণ করতে চলেছে। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরো নিগমের সভাকক্ষে শেষ প্রস্তুতি বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। বৈঠকে শিলিগুড়ির ২৩টি পুজো কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সন্ধ্যা ছ’টা থেকে ভেনাস মোড় থেকে হিলকার্ট হয়ে লালমোহল মৌলিক ঘাট পর্যন্ত কার্নিভালের ডেস্টিনেশন ঠিক করা হয়েছে।
আরও পড়ুন-নিরঞ্জনে সতর্ক প্রশাসন
কার্নিভালের সময় হিলকার্ট রোডে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শিলিগুড়ির হাওড়া পেট্রোল পাম্প থেকে এয়ারভিউ মোড়ে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের বসবার মঞ্চ তৈরি করা হয়েছে। অংশগ্রহণের জন্য শহরের বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও পুর নিগমের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। কার্নিভালে বিশেষভাবে নজর কাড়তে চলেছে পাহাড়ের তিনটি সাংস্কৃতিক দলের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিটি পুজো কমিটিকে নির্দিষ্টভাবে সময় বেঁধে দেওয়া আছে যার মধ্যে কার্নিভালের ডেস্টিনেশন অতিক্রম করে লালমোহন মৌলিক ঘাটে পৌঁছে যেতে হবে।
আরও পড়ুন-পথে জনতার পাশে তৃণমূল কংগ্রেস
পুলিশ প্রশাসন ও পুরনিগমের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও কমিটি ডিজে বা অন্য কোনও সাউন্ড সিস্টেম ব্যবহার না করে। এমনকী নেশাজাতক দ্রব্য যাতে কার্নিভালের সময় ব্যবহার না করে সেই বিষয়ে কড়া নজরদারি রাখছে পুলিশ। পুজো কমিটির সদস্যদের চিহ্নিত করতে প্রত্যেককে নির্দিষ্ট ভাবে আই কার্ড দেওয়া হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে কার্নিভাল হলেও কার্নিভালে পঞ্চায়েত এলাকার কয়েকটি পুজো কমিটিও অংশগ্রহণ করছে। সব মিলিয়ে কার্নিভালকে ঘিরে জমজমাট পরিস্থিতি শিলিগুড়ির।