নিরঞ্জনে সতর্ক প্রশাসন

বিসর্জনের ধারাবাহিকতা একাদশীতেও। চলবে শনিবার পর্যন্ত। শহরের গঙ্গার ঘাটগুলিতে বুধবার বিজয়ার দিন থেকেই ছিল ব্যাপক কড়াকড়ি।

Must read

প্রতিবেদন : বিসর্জনের (immersion) ধারাবাহিকতা একাদশীতেও। চলবে শনিবার পর্যন্ত। শহরের গঙ্গার (Ganga) ঘাটগুলিতে বুধবার বিজয়ার দিন থেকেই ছিল ব্যাপক কড়াকড়ি। একাদশীতে তা বেড়েছে আরও। সম্ভবত মালবাজারের দুর্ঘটনার কারণেই মহানগরীর ঘাটগুলিতে আরও সতর্ক পুলিশ। সবচেয়ে বেশি সতর্কতা বাজা কদমতলা ঘাটে।

আরও পড়ুন-পথে জনতার পাশে তৃণমূল কংগ্রেস

অনেকটা দূরেই উদ্যোক্তাদের থামিয়ে দিচ্ছে পুলিশ। ঘাটে প্রতিমা পৌঁছে দিচ্ছেন বিশেষভাবে প্রশিক্ষিত পুরকর্মীরা। সেখানে অপেক্ষায় পূর্ত দফতরের কর্মীরাও। যান্ত্রিক পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন। কাউকেই সেভাবে জলে নামতে হচ্ছে না। তারপরে ক্রেনের সাহায্যে তুলে আনার পালা কাঠামোকে। জলদূষণ প্রতিরোধে যথাসাধ্য সতর্কতা।

Latest article