প্রতিবেদন : স্কুলে নীল-সাদা ইউনিফর্ম নিয়ে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেবে না রাজ্য প্রশাসন। বুধবার রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, রাজ্যের সব সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়াদের বিনা পয়সায় স্কুল ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন-লার্ভা চিহ্নিত করতে উড়ল ড্রোন
সব ইউনিফর্ম নীল-সাদা করার কথা ছিল। কিন্তু অনেক স্কুলই তাঁদের পুরনো ইউনিফর্ম বাতিল করে সরকারি নীল-সাদা পোশাক নিতে আপত্তি জানিয়েছে। এই নিয়ে কয়েকটি জায়গা থেকে অভিযোগ আসছিল। তা নিয়ে এদিন শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, কোনও স্কুল তাঁদের পুরনো ইউনিফর্ম এবং স্বাতন্ত্র্য বজায় রাখতে চাইলে রাজ্য সরকারের তাতে কোনও আপত্তি নেই। রাজ্য সরকার কারও ওপরই এই ইউনিফর্ম চাপিয়ে দিতে চায় না। এদিনের ঘোষণায় সেটাই স্পষ্ট করে দিলেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন-রানিহাটিতে পথ দুর্ঘটনায় হত ৩
এরই মধ্যে সরকারি নির্দেশ অনুযায়ী স্কুলে স্কুলে নতুন ইউনিফর্ম পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। বাংলার বিরোধী একাধিক রাজনৈতিক দল নোংরা রাজনীতির খেলা শুরু করেছিল। কিন্তু রাজ্য সরকার যে এসব ক্ষেত্রে উদার তা স্পষ্ট করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাংলাই একমাত্র রাজ্য যেখানে সরকার বিনামূল্যে পড়ুয়াদের স্কুল-পোশাক, স্কুল-ব্যাগ, জুতো এবং সাইকেল দিয়ে আসছে প্রতি বছর। যা নিঃসন্দেহে নজির।