প্রতিবেদন : প্রতি বছরই বর্ষার সময় হুগলি ও সংলগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশ প্লাবিত হয়ে থাকে। মূলত রূপনারায়ণ, কেলেঘাই, কংসাবতী প্রভৃতি নদীর জলেই এই প্লাবন দেখা দেয়। চরম দুর্দশায় পড়েন ওই সমস্ত এলাকার মানুষ। তাই বন্যা প্রতিরোধ করতে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে ঘাটাল মাস্টার প্ল্যান।
আরও পড়ুন-সুপ্রিম নির্দেশে ১৫ বছরের পুরনো গাড়ি বসছে না
কিন্তু এই অতি গুরুত্বপূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য এখনও কোনও অর্থ বরাদ্দ করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। জলশক্তি মন্ত্রকের আওতাধীন কোনও প্রকল্পের আওতাভুক্ত নয় ঘাটাল মাস্টার প্ল্যান। সেই কারণে এই প্রকল্পে কোনও টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেসের ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দের বিষয়টি জানতে চান। দেবের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জনসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যানটি জলশক্তি মন্ত্রকের আওতাধীন কোনও প্রকল্পের আওতাভুক্ত নয়। সে কারণেই এই প্রকল্পে কোনও টাকা দেয়নি কেন্দ্র।
আরও পড়ুন-সংসদে সক্রিয় তৃণমূল
ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে কেন্দ্র কোনও টাকা না দেওয়ায় অগাধ জলে পড়লেন হুগলি দুই মেদিনীপুরের প্রায় দেড় কোটি বাসিন্দা। উল্লেখ্য, ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ বরাদ্দ করার দাবিতে ১৯ জুলাই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত এবং সচিব পঙ্কজ কুমারকে স্মারকলিপি দেয় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।