প্রতিবেদন: কে কী খাবে, কী পরবে সেটা ঠিক করে দেওয়া বিজেপির অন্যতম কর্মসূচি। তাই আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য পোশাক বিধি সংক্রান্ত ফতোয়া জারি করল অসমের বিজেপি সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জিন্স, টি-শার্ট ও লেগিংস (No Jeans- Leggings or T-Shirts) পরে স্কুলে প্রবেশ করা যাবে না। সাধারণ পরিচিত পোশাকে স্কুলে প্রবেশ করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। ওই নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে, শিক্ষকরা সাধারণ শার্ট-প্যান্ট পরে আসতে পারবেন। অন্যদিকে শিক্ষিকাদের পরতে হবে সালোয়ার কামিজ, শাড়ি বা মেখলা চাদর। এমনকী, কোনও চোখ ধাঁধানো বা জমকালো পোশাকও পরা যাবে না (No Jeans- Leggings or T-Shirts)। স্বাভাবিকভাবেই আজকের দিনে এ ধরনের পোশাক বিধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষিকারা। যদিও সেই প্রতিবাদে আমল দিতে রাজি নয় হিমন্ত বিশ্বশর্মা সরকার।
আরও পড়ুন- সম্মুখসমরে কেজরি–কেন্দ্র, অধ্যাদেশের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল দুই পক্ষ