যুদ্ধ বন্ধ করুন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জি-৭ গোষ্ঠীর

Must read

প্রতিবেদন: দীর্ঘ ১৪ মাসেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। রুশ আগ্রাসনে কিয়েভের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জাপানের হিরোশিমায় জি-৭ গোষ্ঠীর (Ukraine- g7 summit) বৈঠকেও উঠে এল যুদ্ধের কথা। এই সম্মেলনে অংশ নেওয়া সব দেশের রাষ্ট্রনেতারা অবিলম্বে যুদ্ধ বন্ধের আর্জি জানান। এ বিষয়ে তাঁরা চিনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, এই মুহূর্তে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই সবার অগ্রাধিকার হওয়া উচিত।
জি-৭ গোষ্ঠীর (Ukraine- g7 summit) তরফে এক বিবৃতি বেজিংকে অনুরোধ করা হয়েছে, তারা যেন যুদ্ধ বন্ধের ব্যাপারে রাশিয়াকে একটু বোঝায়। মস্কো যাতে কোনও রকম শর্ত ছাড়াই কিয়েভ থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয় সে বিষয়ে চিনকে পরামর্শ দিতে অনুরোধ করা হয়েছে। জি-৭ গোষ্ঠীর দাবি, চিন ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক যথেষ্টই মজবুত। সে কারণেই তারা যুদ্ধ বন্ধের ব্যাপারে চিনকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি তাইওয়ান নিয়েও মুখ খুলেছে জি-৭ গোষ্ঠী। এক্ষেত্রেও তারা চিনকে তাইওয়ানের সার্বভৌমত্বকে মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন- পরা যাবে না জিন্স, টিশার্ট, লেগিংস: অসমে ফতোয়া জারি শিক্ষক-শিক্ষিকাদের

Latest article