নেই মার্শ-ওয়েড, অ্যাসেজে খোয়াজা

Must read

প্রতিবেদন :  প্রথম দু’টি টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। আর তাতে নেই সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় দলের দুই সদস্য মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড। তবে ডাক পেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান উসমান খোয়াজা ও ট্র্যাভিস হেড। কনকাশানের জন্য ওপেনার উইল পুকোভস্কিকে দলে রাখা হয়নি। তাঁর পরিবর্তে ডাক পেলেন মার্কাস হ্যারিস। প্রথম দুটো টেস্টে ডেভিড ওয়ার্নারের সঙ্গে তিনিই ওপেন করবেন।

আরও পড়ুন : টেস্ট সিরিজের আগে অকপট ঋদ্ধিমান

টি-২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক মিচেল মার্শকে অ্যাসেজের স্কোয়াডে রাখা হবে, এমন একটা আশা ছিল। যদিও তাঁকে ডাকা হয়নি। উপেক্ষিত থেকেছেন বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলা ওয়েডও। বরং শেফিল্ড শিল্ডে ফর্মে থাকা খোয়াজার ওপরে ভরসা রাখছেন নির্বাচকরা। প্রসঙ্গত, ৩৪ বছর বয়সি খোয়াজা শেষবার দেশের হয়ে খেলেছিলেন ২০১৯ সালের অ্যাসেজে। তারপর থেকেই তিনি দলের বাইরে ছিলেন।
ঘোষিত দল : টিম পেইন (অধিনায়ক),প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল নাসের, ঝেই রিচার্ডসন, মিচেল স্টার্ক ও মিচেল সোয়েপসন।

Latest article