বার্বাডোজ, ৪ জুন: টি-২০ বিশ্বকাপের ম্যাচে বৃষ্টির থাবা। ‘বি’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। ফলে দু’দলই এক পয়েন্ট করে পেল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ড। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার মাইকেল জোন্স ও জর্জ মুন্সি। পাওয়ার প্লেতেই দু’জনে মিলে তুলে ফেলেন ৪৯ রান। ৬.২ ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কটিশদের রান ছিল বিনা উইকেটে ৫১। ফের খেলা শুরু হলে ওভার কমে ১০ ওভারের ম্যাচ হয়ে যাওয়ায় দ্রুত রান তোলায় মন দেন জোন্স ও মুন্সি।
আরও পড়ুন-এজেন্সির অত্যাচার-বঞ্চনা-সন্দেশখালির মিথ্যাচারের জবাব দিল বাংলা
অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে দুই ওপেনারের কাঁধে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৯০ রান করে স্কটল্যান্ড। মুন্সি অপরাজিত থাকে ৪১ রানে, জোন্স ৪৫ রানে। ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০ ওভারে ১০৯। কিন্তু ফের ভারী বৃষ্টি শুরু হওয়ায় ইংল্যান্ডের ইনিংস আর শুরু করা সম্ভব হয়নি। তবে জস বাটলারদের জন্য দুশ্চিন্তা, এদিন স্কটল্যান্ডের কোনও উইকেট তাঁরা তুলতে পারেননি। চোট সারিয়ে বিশ্বকাপের মঞ্চে ফেরা ফাস্ট বোলার জোফ্রা আর্চার হন বা মার্ক উড, ক্রিস জর্ডন, মইন আলি, কেউ বল হাতে সফল হতে পারেননি। বরং পয়েন্ট ভাগাভাগি হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ শুরু করল স্কটল্যান্ড।