২ কেন্দ্রীয় মন্ত্রীর মেরুদণ্ড ভেঙেছে মানুষ

রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর সাংবাদিক বৈঠক করে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : লোকসভা ভোটে ধরাশায়ী দুই কেন্দ্রীয় মন্ত্রী। সন্ত্রাস, অনুন্নয়ন আর গোষ্ঠীদ্বন্দ্বের কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার নির্বাচনের ফলাফলে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না। কোচবিহারে জয়ী হন তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া এবং বাঁকুড়ায় জয়ী হন অরূপ চক্রবর্তী। রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর সাংবাদিক বৈঠক করে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বৃষ্টিতে পণ্ড ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

দুই কেন্দ্রীয় মন্ত্রীর হারের বিষয়ে তিনি বলেন, মানুষই দুই মন্ত্রীর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। যোগ্য জবাব দিয়েছেন তাঁরাই। এরজন্য মানুষকে ধন্যবাদ। উল্লেখ্য, কোচবিহারে পরপর সন্ত্রাস চলেছে নিশীথের নেতৃত্বে। তৃণমূল নেতাদের বাড়িতে ভাঙচুর, মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হামলা— সবমিলিয়ে অশান্ত হয়ে উঠেছিল কোচবিহার। মানুষ চাইছিলেন শান্তি, তার জবাব এবার মিলেছে। একইভাবে বাঁকুড়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে নিয়ে অস্বস্তি ছিল বিজেপিতে। দলের নিচুতলার কর্মী-সমর্থকদের একাংশের তাঁর বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছিল। গত বছরের শেষদিকে বিজেপির পার্টি অফিসেই সুভাষ সরকারকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন দলের কর্মী-সমর্থকদের একাংশ। শুধু তাই নয়, এক পড়ুয়াকে অপহরণ-কাণ্ডেও নাম জড়িয়েছিল কেন্দ্রীয় এই মন্ত্রীর। সব মিলিয়ে ক্ষুব্ধ ছিলেন মানুষ। এবার ভোটবাক্সে মিলল তারই জবাব।

Latest article